শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায়
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলার বাউধরন মুজিব মার্কেট এলাকায়, যেখানে সরকারি খাস জমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় পরিচালিত এই মোবাইল কোর্টে প্রমাণ মেলে যে, কেউ সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করেছে।
তবে অভিযানের সময় কোনো অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনসাধারণ ও পথচারীদের উপস্থিতিতে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার নির্দেশনায় থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন বলেন
সরকারি জমি দখল করে কেউ অবৈধভাবে দোকানপাট বা মার্কেট নির্মাণের চেষ্টা করলে প্রশাসন কঠোর অবস্থান নেবে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন পদক্ষেপে সরকারি খাস জমি দখলকারীদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ মানুষ সচেতন হবে।