রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিইসিআর প্রোগ্রামের উদ্যোগে “দুর্যোগ পুর্বাভাস শক্তিশালীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ১৩ টি ইউনিয়ন পরিষদ এর সচিবগন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট যুব (RCY) সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগকালীন পুর্বাভাস, প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো:নিজাম উদ্দিন ও গোয়াইনঘাট রেডক্রিসেন্টের ইয়োথ দলনেতা আশিষ দাস সৌরভ এর সঞ্চালনায় অনুসঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাস্থ্য বিভাগের সিনিয়র ডি আর আর অফিসার মো: মঞ্জুরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ পুর্ভাবাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
উক্ত সভার সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রামের ব্যবস্থাপক মো: সাইদুল ইসলাম ও সিলেট জেলা ইউনিটের ইউএলও মো: মিজানুর রহমান।