শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ শত বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে চাল মজুদ ও পাচারের অভিযোগে এক ডিলারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রানীগঞ্জ বাজারস্থ মেসার্স এস.এ এন্টারপ্রাইজে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ করা অবস্থায় পাওয়া যায়।
পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ডিলার মো. সোহেল মিয়াকে মোবাইল ফোনে ডেকে এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা প্রদান শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়।
গ্রেফতারকৃত ডিলার মো. সোহেল মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আসকর মিয়ার পুত্র। তিনি সম্প্রতি রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শাহাব উদ্দিন জানান, “খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেল ট্রেডার্সের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন ভূঁইয়া বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা রাতভর অভিযান চালাই। প্রাথমিকভাবে ডিলারকে না পেলেও বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করি। পরে সকালে তাকে উপস্থিত করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত হলে খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম বন্ধ হবে এবং প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।”