স্টাফ রিপোর্টার::
দিরাই পিএফজির উদ্যোগে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিরাই উপজেলা কৃষি অফিসের প্রষিক্ষণ হলে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দিরাই পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।
এ সময় পিস এম্বাসেডর জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী দিরাই উপজেলা আমীর আব্দুল কুদ্দুছ, সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর, পিএফজি সদস্য শাহ আলম, আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, মজিদা খাতুন, সুলতানা রাজিয়া, মহসিনা খাতুন রুমী, পঙ্কজ দাস, রঞ্জু চৌদুরী, লিলি বেগম, শাহজাহান সিরাজ, জুয়েল আহমদ, বকুল চন্দ্র বণিক, রুপিয়প বেগম, হাফসা বেগম, পারভীন বেগম, ইসমাইল চৌধুরী, প্রশান্ত সাগর দাস, মাওলানা হাসান আলী, হিরন্ময় বর্মণ, নারী শান্তি সহায়ক দলের লিপিকা বিশ্বাস, অপি সরকার, রুপিয়া আক্তার, সুষ্মতিা, তাকমিনা, জয়শ্রী বিশ্বাস প্রমূখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।” তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”