1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৭|
শিরোনামঃ
না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান ইয়াসীন খানের সমর্থনে জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত দিরাই পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপিও সভাপতি জাহেদুর রহমানের মায়ের মৃত্যুতে আজমল চৌধুরীর শোক তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আব্দুল হাকিম সমর্থনে গণসমাবেশ দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ ছাতক-দোয়ারাবাজারে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত ছড়িয়ে দাও — কলিম উদ্দিন মিলন” দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিষেক ছাতকে সরিষাপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার কাউন্সিল সম্পন্ন মোঃ ছাদিক মিয়া সভাপতি, মোঃ মাছুম পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত দিরাই-শাল্লায় ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আজমল হোসেন চৌধুরী জাবেদের জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 24 বার দেখা হয়েছে

দিরাই প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দিরাই উপজেলার আজমল কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি দিরাই-শাল্লা আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল তখন নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে, আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের রাতের ভোটে আমরা পরাজিত হলেও রাজনীতি ছাড়িনি। নাছির চৌধুরীর নেতৃত্বে রাজপথে সক্রিয় থেকেছি।”
তিনি আরও বলেন, “করোনা মহামারী ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এবং তাদের পরিবারের খোঁজ নিয়েছি। বর্তমানে নাছির চৌধুরী অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন, তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
আজমল হোসেন চৌধুরী বলেন, “নাছির চৌধুরী এ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা। যদি কোনো কারণে দল তাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি মনোনয়ন পাব—সে লক্ষ্যেই কাজ করছি। তবে যিনিই ধানের শীষের প্রার্থী হোন না কেন, আমরা সবাই একসাথে তার বিজয় নিশ্চিত করব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, দিপু বনিক, ওবায়দুল হক, মাইদুল ইসলাম সোহাগ, রায়হান, বদরুল, পাবেল, আইয়ুমান, রাজিব দাস, আব্দুল্লাহ রাজি, দুর্জয়, সোহাগ মিয়া, মহিবুর ও ইয়াহিযা লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24