ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
না ফেরার দেশে চলে গেলেন ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে। সংস্কৃতিমনা মানুষজন বলছেন, “আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।”
ছাতকের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা তার একটি গান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।
সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আলী ইনসান ছিলেন সংগীতপ্রেমীদের প্রিয় মুখ। তিনি “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”, “যে রোগে ধইরাছে মোরে, বাঁচার উপায় নাই”—সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল; সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।
আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।