দিরাই প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ – ২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের। শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা দিরাই উপজেলার ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া সন্ধায় সরমঙ্গল ইউনিয়নের ধনপুর বাজারে উঠান বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন কুলন্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান আতি,চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল,সাধারণ সম্পাদক আতউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাছ মিয়া,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুবদল নেতা দেলোয়ার হোসেন,চরনারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক সুবিদ মিয়া,স্বাংস্কৃতিক সম্পাদক মৃদুল কান্তি দাস, প্রচার সম্পাদক অনুকূল দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।