দিরাই প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ী দের উপস্থিতিতে র্যেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নজিব সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পৌরবিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিট। বক্তব্য রাখেন, সমবায়ী প্রশান্ত সাগর দাস, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ ছাত্র অধিকার সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ তালুকদার,উপজেলা এনসিপির আহ্বায়ক উবাইদুল হক, রনধীর চক্রবর্তী প্রমূখ।