দিরাই প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যুক্তরাজ্য প্রবাসী এবং দিরাই-শাল্লা আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদকে মোটর শোভাযাত্রায় বরণ করেছেন হাজারো নেতাকর্মী।
সোমবার দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে দিরাই আসলে উপজেলার প্রবেশদ্বার শরীফপুর থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন নেতাকর্মীরা। মোটরসাইকেল বহর নিয়ে দিরাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, “আমার প্রিয় জন্মভূমি দিরাই-শাল্লার সর্বস্তরের জনতার ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের এই ভালোবাসা নিয়েই আগামীতে পথ চলতে চাই।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি যদি জমিয়তের সঙ্গে জোট করতে চায়, তাহলে দিরাই-শাল্লা আসন নিয়েই করতে হবে। দিরাই-শাল্লা বাদ দিয়ে কোনো জোট হবে না।”
তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লাবাসী খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবেন।”
এ সময় উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীসহ জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।