এবাদুর রহমান গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত অদম্য নারী মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমি সমাজ উন্নয়নে তার সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, মো. করিম মাহমুদ লিমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমিকে সম্মাননা স্মারক, শাল, বিভিন্ন উপহার সামগ্রী ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।