শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জগন্নাথপুরবাসীর নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করাকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন নবাগত এই ওসি।
ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “থানা এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের কাজ নয়; সমাজের সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ছাড়া একটি সুশৃঙ্খল সমাজ গড়া সম্ভব নয়। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের জন্যই আমি এখানে সমস্ত আইনি সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে দেওয়ার মাধ্যমে একটি সুশৃঙ্খল জগন্নাথপুর উপহার দেওয়া আমার দায়িত্ব।”
তিনি আরও জানান, মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। পাশাপাশি জনগণের সাথে ইতিবাচক যোগাযোগ, দ্রুত সেবা প্রদান এবং থানা-পুলিশকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন।
নবাগত ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা আশা প্রকাশ করেছেন—তার নেতৃত্বে জগন্নাথপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, নাগরিক সেবা দ্রুততা ও স্বচ্ছতা পাবে এবং থানার কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।