দিরাই প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদীর উপর গুলির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিরাইয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা বলেন জুলাই যোদ্ধা হাদী কে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা চলে যায়। আমরা এই সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য গতকাল দুপুরে ঢাকা বিজনগর এলাকায় নির্বাচানি প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।
প্রতিবাদ মিছিলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।