শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে অনুষ্ঠিত কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ছাইম তার উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্নের কথা প্রকাশ করেছেন। পুরস্কার গ্রহণকালে তিনি বলেন,আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি। তার এই আত্মবিশ্বাসী ও আবেগঘন বক্তব্যে উপস্থিত অতিথি,আলেম ও মুসল্লিদের মাঝে প্রশংসা অনুপ্রেরণার সঞ্চার হয়।
যুক্তরাজ্য প্রবাসী ইক্বরা ইন্সটিটিউটের শিক্ষক ও ওএমসি ম্যানচেস্টার ইউকের সহকারী ইমাম হাফিজ মাওলানা তাফাজ্জুল হকের উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ইউকে প্রবাসী মিজান মিয়া, জসিম মিয়া, আতাউর রহমান, মাছুম আহমদ, গ্রিস প্রবাসী আছকর আলী, পর্তুগাল প্রবাসী লেচু মিয়া এবং ইতালি প্রবাসী শেখ ফরিদ।
অনুষ্ঠানে জগন্নাথপুর, উসমানী নগর ও নবীগঞ্জ উপজেলার হিফজ বিভাগের মোট ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একই সঙ্গে গ্রামের আলিম, আলিমা, হাফিজ ও হাফিজাদের সম্মাননা প্রদান করা হয়।
মাওলানা এম জি উসমানীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উমরপুর বাজার টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৌরিছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কালনীরচর নুরুল উলূম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহার হোসাইন এবং উত্তর কালনীরচর মিশকাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তারেক মনোয়ার খাঁনসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কেরাত প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্জুমানে হুফফাজুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফিজ মাওলানা জুবায়ের আহমেদ জালালাবাদী। বিচারক হিসেবে আরও দায়িত্ব পালন করেন উত্তর কালনীরচর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান তুহিন ও বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসিত।
প্রতিযোগিতায় সেরা প্রথম ১০ জন প্রতিযোগীর হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।