ছাতক,(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ৩৬ সদস্যবিশিষ্ট
আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী
ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-এর
যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন
প্রদান করা হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন
নজরুল ইসলাম মিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে
মনোনীত হয়েছেন এ.কে.এম রিপন তালুকদার। কমিটির
সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন বেলাল আহমদ।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহন
মিয়া, অ্যাডভোকেট আলমগীর খাঁন, ডা. খাঁন-ই-আমীর
জাবেদ, গোলাম রাব্বানী তালুকদার, শাহ আইনুল হক রেজা,
নাজমুল হাসান রাসেল, ফজল চৌধুরী সজল, অ্যাডভোকেট
আয়েশা আক্তার, নাহিদ চৌধুরী, ফয়েজ আহমেদ,
ওয়াহিদুজ্জামান চৌধুরী সজিব এবং ফজলুল হক ফজলুকে।
কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মসীত
হয়েছেন শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন। যুগ্ম সাধারণ
পদে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম, মোজাহিদ খান,
কাওছার আহমেদ, জয়নুল আহমেদ জাহাঙ্গীর, মোহাম্মদ
জাকারিয়া ও আবু সাঈদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারোয়ার আলম খাঁনকে। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শরিফ আহমেদ, আক্তার হোসেন, শাহ জামাল, আল মিজান ও নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তোফায়েল আহমেদ পায়েল।
নবগঠিত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন আসাদ মুরাদ তালুকদার, জিয়াউর রহমান, রামিনুল হক সাদ, হাজী ফিরোজ মিয়া, মোজাহিদ মিয়া, মান্নান খাঁন ও মোজাম্মেল হক।
কমিটি অনুমোদনের পর সিলেট বিভাগের জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতৃবৃন্দ মনে করছেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি সিলেট বিভাগে জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদার এবং জাতীয়তাবাদী আদর্শকে জনগণের কাছে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপনে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সিলেট বিভাগকে সুসংগঠিত রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। কমিটির অনুমোদনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট বিভাগের নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জাতীয়তাবাদী ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।