মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের প্রবাসীদের উদ্যোগে, প্রচণ্ড শীতে কষ্টে থাকা মানুষগুলোর মুখে একটু স্বস্তির হাসি ফোটানো এবং মানবিক সহানুভূতির উষ্ণতা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সংগঠনের সদস্যরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে প্রায় ১০০ মানুষকে শীতবস্ত্র উপহার দেওয়ায় এবং তাদের চোখে যে কৃতজ্ঞতা ও নির্ভরতার ঝিলিক দেখা গেছে, সেটাই আমাদের সকল পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি।
বল্লী গ্রামের সম্মানিত ব্যাক্তিগণ বলেন, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে যারা অর্থ ও শ্রম দিয়ে নিঃস্বার্থভাবে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ভালোবাসা। আপনাদের সহমর্মিতা প্রমাণ করে—মানুষ মানুষের জন্য, আর একসাথে হাত বাড়ালেই কষ্ট লাঘব করা সম্ভব।মহান আল্লাহ তায়ালা আপনাদের সকল দান ও পরিশ্রম কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।
আমরা দৃঢ়ভাবে আশা করি, আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সকল মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতে এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন,
ইনশাআল্লাহ।
আজকের শীতবস্ত্র বিতরণের ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই কার্যক্রমের ছবির কেবল খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না—সে বিষয়টি বিবেচনায় নিয়েই সকলের ছবি প্রকাশ থেকে সংগঠনের সবাই বিরত থেকেছেন। মানুষের মর্যাদা ও অনুভূতির প্রতি সম্মান বজায় রাখাই বল্লী প্রবাসী একতা সংগঠনের অগ্রাধিকার।
এসময়ে উপস্থিত ছিলেন, বল্লী প্রবাসী একতা সংগঠন। মোঃ নুর আলম, মোঃ মুক্তুআলী তালুকদার, মোঃ তানসেন তালুকদার, মোঃ আব্দুল ওয়াব, মোঃ আব্দুল সায়েব খান,মোঃ হৃদয় মিয়া, প্রমুখ।