স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পাঁচটি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান এবং ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমেতের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতে ইসলামীর ইয়াসিন খান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা চৌধুরী ও শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম এবং এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শামস উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক, জাতীয় পার্টির নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির কলিম উদ্দিন মিলন, জামায়াতে ইসলামীর আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির এবং ন্যাশনাল ট্রিপলস পার্টির মো. আজিজুল হক।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।