শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০ জগন্নাথপুর উপজেলা ঐতিহ্যবাহী আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ ও আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আকবর আলী-এর যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয়সমূহের মধ্যে ছিল, কুরআন তেলাওয়াত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, জারি গান, ভাটিয়ালি গান এবং মরমী কবি রাধারমন দত্তের গান।
তিন সদস্যবিশিষ্ট বিজ্ঞ বিচারক মণ্ডলী,মোঃ মোশারফ হোসেন (প্রধান শিক্ষক, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) রজতকান্তি দাস প্রধান শিক্ষক, শাশ্বতী রায় প্রধান শিক্ষিকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মোঃ মোখলেসুর রহমান (প্রধান শিক্ষক, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়), নিয়াজ আহমদ ভূঁইয়া প্রভাষক জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ, প্রভাষক জহিরুল ইসলাম,
মোঃ আনোয়ার মিয়া (অফিস সহকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জগন্নাথপুর) মাওঃ আকবর আলী, সহকারী শিক্ষক আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, শফিউল্লাহ শিক্ষক রৌয়াইল স্কুল এন্ড কলেজ।
এছাড়া জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জাকারিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন
“শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের ভয়াবহ মোবাইল আসক্তি থেকে বের হয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি ইসলামিক বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। নীতি-নৈতিকতা বজায় রেখে পিতা-মাতা ও গুরুজনদের গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষকদের পাঠদান অনুসরণ করলে প্রকৃত সুশিক্ষা অর্জন সম্ভব। অনুষ্ঠানটি নানান আয়জনের মধ্য দিয়ে সুন্দর সার্থক ও সফল হয়েছে।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ,যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।