ছাতক,(সুনামগঞ্জ)প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদ শেষ হলো আনসার ও ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। সমাপনী দিনটি উপলক্ষে আয়োজন করা হয় সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি (বিএএম, এনডিসি)। তিনি তার বক্তৃতায় আনসার বাহিনীর গুরুত্ব, সেবা-আদর্শ, শৃঙ্খলা ও নির্বাচনি দায়িত্ব পালনে করণীয় বিষয়ে ব্যাপক দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কমান্ডেন্ট জনাব মোঃ সুজন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আনসার ও ভিডিপি ছাতক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জবাব নাছিমা বেগম,উপজেলা প্রশিক্ষক মিথুন কুমার দে,
উপজেলা প্রশিক্ষিকা রেহেনা আক্তার,
পিসি আনোয়ার হোসেন,ইউনিয়ন দলনেতা ও কমান্ডারগণ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
বক্তারা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে আরও দক্ষ, সতর্ক, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকার আহ্বান জানান।