দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাইস্কুল রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার সময় স্থানীয়রা শহরের হাইস্কুল রোডের হরেন্দ্র বর্মন অটো রাইস মিলের পাশ থেকে এ মদ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী সুত্রে যানা যায়, কয়েকজন পথচারী হাইস্কুল রোডের হরেন্দ্র বর্মন অটো রাইস মিলের পাশে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় চোলাই মদ দেখতে পায়। এসময় সেনাবাহিনীর টহল গাড়ির বহর আসলে স্থানীয় বিষয়টি অবগত করেন। পরে দিরাই থানা পুলিশ এসে ১২ বোতল চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দিরাই থানার এস আই অনুজ কুমার দাস চোলাই উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।