দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাইয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উজ্জ্বল খান, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, মোয়াজ্জেম হোসেন জুয়েল, ইসলামিক রিলিফের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহারুল আলম,উপজেলা প্রোগ্রাম অফিসার নাজমুল মাসদুদ, দিরাই হাজি মাহমুদ মিয়া আলীম মাদ্রাসার সুপার আব্দুল জলিল সহ কমিটির সদস্য বৃন্দ। সভায় দুর্যোগ পূর্ব, দুর্যোগসময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে করনীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। তিনি বলেন যে কোনো দুর্যোগে সকল শ্রেনি পেশার মানুষ কে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।