1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ১২:২০|
শিরোনামঃ
খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের ৪২ নেতাকর্মী কারাগারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দুর্দিনে সেচ্ছাসেবক দল নেতার খোঁজ-খবর নিয়ে প্রশংসা ভাসছেন জনাব তারেক রহমান ভালোবাসা বড়ইয়া ইউনিয়ন গ্রুপের “বিজয় ফটো উৎসবের” পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ শান্তিগঞ্জের সাংহাই হাওরে ৩নং পিআইসি কমিটিতে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে পাওয়া কমিটি বাতিলের জন্য অভিযোগ দায়ের বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ শান্তিগন্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্টান সম্পন্ন নদী ভাঙ্গনের কবলে সুনামগঞ্জের ব্রাক্ষ্রণগাঁও গ্রামের ৫শতাধিক পরিবার,পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ গ্রামবাসি মরহুম আল-আমীন সৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পুর্ন বিজয়ী ভাদেরটেক দুদক চেয়ারম্যানের নামে ঘুষ বাণিজ্য; সেই দয়াজ অধরা

দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪,
  • 95 বার দেখা হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলার উন্নতি ও সরকারি বিভিন্ন দপ্তরে দালাল মুক্ত করতে হবে ।গতকাল সোমবার দুপুরে পৌর শহরের জালাল সিটি হলরোমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনকারীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অনিক রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রশিদ চৌধুরী, মোশতাক চৌধুরী, আরমান হোসেন আবিদ,নবাব মিয়া,রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফি,কারি মুল হক, সাব্বির আহমেদ প্রমুখ।

লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘ প্রায় ১৫ বছরের ফ্যাসিবাদের পতন শেষে বিশ্ববরেণ্য ব্যাক্তিত্ব নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের কালো থাবায় ক্ষতবিক্ষত প্রাণের বাংলাদেশকে নতুন করে কাজ শুরু করেছে।

বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করেছে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে কতিপয় ছাত্র নামধারী বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি, কিছু ছাত্র নামধারী বিভিন্ন সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যঘাত সৃষ্টি করে চলেছে। অফিসপাড়ায় কর্মদিবসের বেশীরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়। অথচ আন্দোলনের সময় তাত্রা নিষ্ক্রিয় ছিল। ৫ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলংকিত করার যে কোনো অপপ্রয়াস রুখে দিতে দিরাইয়ের হাজারো ছাত্র একাট্টা।

প্রশাসনকে উদ্দেশ্য করে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ সরকারি অফিসে অনৈতিক সুবিধা, দালালি কিংবা অযাচিত খবরদারি করতে গেলে তাদের আইনের হাতে সোপর্দ করুন। বিনা প্রতিবন্ধকতায় সরকারি দায়িত্ব পালন এবং একটি আদর্শ দিরাই উপজেলা গঠনে প্রশাসনকে সবধরণের সহযোগিতা করতে আমরা বৈষম্য বিরোধী মূল ছাত্র আন্দোলনকারীরা সর্বদা প্রস্তুত। আমরা মনে করি বর্তমানে দেশে সংস্কারের যে ধারা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় দিরাইয়েও কিছু সংস্কারের প্রয়োজন। এরমধ্যে দিরাই পৌর শহরে যানজট নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, রিকশা চলাচল সীমিতকরণ, বিভিন্ন মোড়ে যানবাহনের অবৈধ স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, সড়কের ডিভাইডারে বৃক্ষরোপনসহ শহরের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণ, ল্যাম্পপোস্ট স্থাপন উল্লেখযোগ্য। এছাড়া ৫০ শয্যা বিশিষ্ট দিরাই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লোকবল নিয়োগ করে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, দিরাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের পড়াশোনার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানাই।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24