দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে গ্রাম্য আধিপত্যের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মাঈনুল হক(৪৫) নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের মাতার গাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের দাড়াই মিয়া ও শফিউল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাস খানেক আগে ও দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। দুপক্ষের মধ্যে চলছে মামলা। এরই জের ধরে দুপক্ষ গতকাল দেশীয় ও বন্দুক যুদ্ধের সংঘর্ষে জড়িয়ে পড়েন। দিরাই থানার অফিসার ইনচার্জ একজন নিহত হওয়ার বিষয় টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছেন। এখন পরিবেশ শান্ত। গুলিবিদ্ধ কিনা সেটা চিকিৎসক বলতে পারবেন।