মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)
সারাদেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ই অক্টোবর) বিকাল ৩ঘটিকায় উপজেলার শিমুলবাক বাজারে বিনামূল্যে ফ্রী মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করেন, ডা: লাভলী রাণি, সুজেনারা বেগম।
শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরত জামান বকুলে’র সঞ্চালনায় ফ্রী মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক ফরিদ আহমদ, উপজেলা আহব্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মানিক মিয়া, যুবদল নেতা শাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজ, ইউপি সদস্য মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রদল কমিটির আহব্বায়ক কমিটির সদস্য জোনাক আহমদ।
এছাড়া মেডিকেল ক্যাম্পিংয়ে রেজু মিয়া, হুমায়ুন, পারভেজ, তানজিব,ফাহিম, আবুসালেহ,ফরিদ মিয়া,রাসেল,রফিকুল, সুহেল,সহ বিএনপি অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।