মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃশান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, শেখ হাসিনা মানুষকে তার গোলাম বানাতে চেয়েছিল। আপামর মানুষ খুনি হাসিনা কুখ্যাত ফ্যাস্টিস্টকে প্রত্যাখান করেছে। আওয়ামী দু: শাসন সারারদেশকে একটি কারাগারে রুপান্তরিত করেছিল। হাজার হাজার বিলয়ন টাকা পাচার করে দেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। গুম খুন হত্যা করে দেশকে নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছিল। বিগত দিনে গঠিত সকল গুম খুনের বিচার হতে হবে। পিলখানা,শাপলা চত্বর, জুলাই আগস্ট গনহত্যা সহ সকল গুম -খুনের সুষ্ঠ বিচার অনতিবিলম্বে করে দেশকে কলংক মুক্ত করতে হবে।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর শ্রীপুর ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত (মাঝহাটি) ছাড়াগাঁও এর জনশক্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র শিবির উত্তরের সভাপতি ক্বারি সুলতান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েব আমীর অধ্যাপক মু আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, আইবি ডব্লিউ সভাপতি হাজি ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি সালেহ আহমদ, উপজেলা শ্রমিক কল্যান সেক্রেটারি আব্দুল আলীম ইমতিয়াজ, ছাত্র শিবিরের সাবেক কলেজ সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ,ছাত্র শিবির উত্তরের সেক্রেটারি আজিজুল ইসলাম সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।