মান্নার মিয়া স্টাফ রিপোর্টার:শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” জাতীয় যুব দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুব র্যালী ও আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।
শুক্রবার(০১ নভেম্বর) বেলা ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে যুব র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কমকর্তা বিকাশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামস শাহাদাত মাহমুদুল্লাহ। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা আশিস আচার্য, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তফা ফরিদুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, সদস্য এস এম মিজানুর রহমান,প্রধান শিক্ষা বিমল দে,ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার গোলাম সাকলাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সোহাগ মিয়া, সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি প্রোগ্রামার এমরান হোসেন প্রমুখ।