দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ঘটিকার সময় দিরাই থানা রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দাই মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এস এম আবু তাহের চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার আব্দুল মাজিদ তাহের, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান রতি কান্ত দাস, জগদল ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি নুরুল হক তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস,,চরনারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির কার্যালয়ের সামন থেকে র্যালি বের হয়ে দিরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের মিলিত হয়।
আলোচনা সভা ও র্যালিতে এসময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।