গাজীপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ এর আত্মপ্রকাশ করেছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুরের একটি তিন তারকা হোটেলে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটির আত্মপ্রকাশ করেছে। শুরুতে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও পরে লিখিতভাবে দলের আর্দশ, উদ্দেশ্য ও লক্ষ পাঠ করে শোনান বাংলাদেশ মুক্তির ডাক ৭১ এর চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর।
বাংলাদেশের বয়স ৫৩ বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি। ক্ষমতার যারা গিয়েছে তাঁরাই নিজেদের স্বার্থ হাসিল করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে।
অথচ সত্যিকার এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করছে। এমন কি কেউ কেউ চিকিৎসার অভাবে মারা গিয়েছে। এদেশের স্বাধীনতাকে বিতর্কিত করতে চার ক্ষমতাসীনদের কেউ কেউ।
২০২৪ কে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধ কে অস্বিকার করার চেষ্টা করা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজম্ম ১৯৭১ সালের ইতিহাস ধারণ করতে পারছেনা। এমন গুরুত্বপূর্ণ সময়ে শাসক, নীতা নির্ধারক ও রাজনীতিবিদের তেমন প্রতিক্রিয়া নেই। গত ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে প্রকাশ্য দিবালকে একাধিক মুক্তিযোদ্ধা কে লাঞ্ছিত এবং রক্তাক্ত, করা হয়েছে। দুঃখজনক হলেও সত্যি দীর্ঘ ৫৩ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারে নাই। আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতাপন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক-৭১ কে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিচ্ছি যে, সময়ে এদেশের বীরমুক্তিযুদ্ধো এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে। স্বাধীনতার ৫৩ বছর পরে ও অধিকার বঞ্চিত মুক্তিযুদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠন এর দায়িত্ব নিচ্ছি। দেশবাসীকে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া, এদেশের মানবাধিকার লঙ্ঘনকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে আমরা বদ্ধ পরিকর। স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ মুক্তির ডাক-৭১ এর ঘোষণা করছি। আল রিয়াদ আদনান অন্তর আরও বলেন- দেশের স্বাধীনতা বিশ্বাসী সকল সচেতন নাগরিক কে অনুরোধ করছি নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন। আজ আপনাদের সম্মুখে ঘোষনা করছি আমরা সকল পরিস্থিতিতে এদেশের স্বাধীনতার সম্মান রক্ষায় নিজেদের বিলিয়ে দিবো মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল নাগরিককে স্ব-সম্মানে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিবো ইনশাআল্লাহ।