দিরাই প্রতিনিধিঃ
২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় ধল বাজার অফিসে অনুষ্ঠিত হয়।
মাওলানা আজমল হুসাইন ও ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে, ছাত্রনেতা রায়হান আহমদ নিজামীর পরিচালনায়
শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ রায়হান আহমদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মাওলানা মুহিউদ্দীন ক্বাসিমি
সভাপতি, দিরাই উপজেলা জমিয়ত।
প্রধান বক্তার বক্তব্য রাখেন
মাওলানা মুখতার হুসাইন চৌধুরী
সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা জমিয়ত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মাওলানা আবিদুর রহমান
যুগ্ন সাধারণ সম্পাদক, দিরাই উপজেলা জমিয়ত।
মাওলানা এনামুল হক শরিফপুরী
সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলা জমিয়ত।
হাজী গিয়াসউদ্দিন উপদেষ্টা, তাড়ল ইউনিয়ন জমিয়ত।
হাফিজ মারুফ আহমদ ইসা
সাধারণ সম্পাদক, তাড়ল ইউনিয়ন জমিয়ত।
মাওলানা আব্দুল্লাহ রাজী
সাধারণ সম্পাদক,
দিরাই উপজেলা যুব জমিয়ত। মাওলানা শাহিনুর রহমান
মুহতামিম, সরালতোফা মাদ্রাসা। ছাত্রনেতা আইয়ুব খান
ভারপ্রাপ্ত সভাপতি, দিরাই উপজেলা ছাত্র জমিয়ত।
ছাত্রনেতা কয়েছ আহমদ তালুকদার সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলা ছাত্র জমিয়ত।
হাফিজ নাছরুল্লাহ আল হাবিব অফিস সম্পাদক, দিরাই উপজেলা ছাত্র জমিয়ত। হাফিজ নাইম আহমদ প্রমুখ।
কমিটি ঘোষণা করেন জননেতা মাওলানা মুখতার হুসাইন চৌধুরী। তাড়ল ইউনিয়ন জমিয়তের
সভাপতি মাওলানা আজমল হুসাইন,
সাধারণ সম্পাদক, হাফিজ মারুফ আহমদ ঈসা।
যুব জমিয়ত তাড়ল ইউনিয়ন শাখার
সভাপতি, মাওলনা শাহিনুর পাশা
সাধারণ সম্পাদক, নাইম আহমদ
সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ।
ছাত্র জমিয়ত তাড়ল ইউনিয়ন শাখার
সভাপতি, ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরী
সাধারন সম্পাদক, ছাত্রনেতা
রায়হান আহমদ নেজামী
সাংগঠনিক সম্পাদক, ক্বারী মাছুম আহমদ।
শায়েখ মুহিউদ্দিন ক্বাসিমীর দোয়ার মাধ্যমে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়।