1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| রাত ১০:২৬|
শিরোনামঃ
গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ শান্তিগঞ্জের সাংহাই হাওরে ৩নং পিআইসি কমিটিতে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে পাওয়া কমিটি বাতিলের জন্য অভিযোগ দায়ের বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ শান্তিগন্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্টান সম্পন্ন নদী ভাঙ্গনের কবলে সুনামগঞ্জের ব্রাক্ষ্রণগাঁও গ্রামের ৫শতাধিক পরিবার,পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ গ্রামবাসি মরহুম আল-আমীন সৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পুর্ন বিজয়ী ভাদেরটেক দুদক চেয়ারম্যানের নামে ঘুষ বাণিজ্য; সেই দয়াজ অধরা জামালগঞ্জে মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চলাচলের পথে নির্মাণ সামগ্রী রেখে বৃদ্ধা পরিবার অবরুদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪,
  • 37 বার দেখা হয়েছে

ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে চলাচলের পথে নির্মান সামগ্রী রেখে হেলেনা বেগমের নামে এক বৃদ্ধ নারীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ গেছে। হেলেনা বেগম ওই গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।

ফরিদ হাওলাদার ও হেলাল হাওলাদার অভিযোগ করে জানান, প্রতিবেশী সুলতানের ছেলে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগমসহ লোকজন ঘর নির্মানের জন্য নির্মান সামগ্রী এনে উদ্দেশ্যেমূলকভাবে হেলেনা বেগমের ভবনের দরজার সামনে রড, বালু ও ইটসহ বিভিন্ন সামগ্রী রেখে এবং বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে পরিবারের লোকজন অবরুদ্ধ করে রেখেছে। এ কারনে শিশু ও বৃদ্ধ নারীসহ পরিবারের লোকজনের চলাচল বিঘ্নিত হচ্ছে। বেড়া দিতে বাধা ও মালপত্র সরাতে বললে খুন ও কুপিয়ে জখমসহ নানাভাবে ভয়ভীতির হুমকি দেয়।

এ ঘটনায় আদালতে মামলা ও শালিশ ব্যবস্থা হলেও কোন সুরাহা হয়নি বলেও অভিযোগ করেন হেলেনা বেগম। শিশু শিক্ষার্থীসহ বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম হিরু ও তার স্ত্রী শিল্পী বেগম জানান, ঘর নির্মানের জন্য মালপত্র এনে নিজেদের জায়গায় রাখা হয়েছে, অন্য কারও জায়গায় না। কাজ করতে বাধা দেয়ায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং কাজে বিলম্ব হচ্ছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24