দিরাই প্রতিনিধি বুধবার রাত সাড়ে নয়টায় উদ্বোধনী সার্ভিস দিয়ে শুরু হবে আরামদায়ক পরিবহনের মধ্যে একটি আব্দুল গণী মাষ্টার এক্সপ্রেস পরিবহন।
জরুরী কাজে যাতায়াত কারী ও চাকরিজীবী – ব্যবসায়ীদের যাত্রাকে সুন্দর আরামদায়ক করতে অন্য পরিবহনের চেয়ে অধিক গুণগত মান নিয়ে এবার সুনামগঞ্জের দিরাই কাউন্টার থেকে প্রতিদিন রাত সাড়ে নয়টায় ঢাকার উদ্দ্যেশ্য ছেড়ে আব্দুল গণি মাস্টার এক্সপ্রেস পরিবহন ।
আব্দুল গণি মাস্টার এক্সপ্রেস দিরাই শাখার পরিচালক মাহফুজ মিয়া জানান, রাজধানী শহর বিভিন্ন স্থান, টঙ্গী, গাজীপুর, চৌরাস্তা, বাজেন্দ্রপুর, ভবানীপুর, হোতাপাড়া আশপাড়া, মাওনা, স্কয়ার মাস্টার বাড়ি,সহ সকল স্থানের যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ভাড়া ও আরামদায়ক ভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিতে দিরাই থেকে থ ঢাকা’র উদ্দেশ্যে প্রতিদিন রাত সাড়ে নয়টা চালু করা হয়েছে এ আব্দুল গনির মাস্টার এক্সপ্রেস পরিবহনের বাসটি।
দিরাই থেকে ঢাকায় আরামদায়ক ভ্রমণের জন্য দিরাই আব্দুল গণি মাস্টার এক্সপ্রেস কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করার আহবান জানান পরিবহন কর্তৃপক্ষ।