মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিমি ও তার স্বামী এমদাদ হোসেনের বিরুদ্ধে আজানের শব্দকে ‘উচ্চশব্দ’ বলে আপত্তি এবং এ নিয়ে মুয়াজ্জিনকে অপমান করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা।
রোববার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন পরে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে প্রধান ফটকের সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে তৌহিদী জনতা।
এসময় বক্তব্য রাখেন, বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব আবুল কালাম আজদ,
বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি আল আমিন, মাওলানা মাহবুববিল্লাহ, মাওলানা মইনুদ্দিন আজাদী, হাফেজ সাগর,
আজাহারুল ইসলাম পলাশ, মোশাররফ হোসেন আকন্দ, মামুন ব্যাপারীসহ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযুক্তদের পদত্যাগ ও শাস্তি দাবি জানান এবং বলেন যদি কোনো ব্যবস্থা না নেয়া হয় তবে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এই অন্যায়ের বিচার না হলে পরিস্থিতি আরো গুরুতর হবে।
এ বিষয়ে জানতে চাইলে সচিব শামীম আরা সাংবাদিকদের বলেন, অভিযোগটি মিথ্যা, আমি ও আমার স্বামী এমন কোনো কাজ করিনি, আমার স্বামী শিক্ষক, আমার শ্বশুর মসজিদের ইমাম ছিলেন। আমার পরিবারের সবাই ধার্মিক। সকালে মসজিদের মাইকে মক্তবের জন্য বাচ্চাদের ডাকা হয় তখন মাঝে মাঝে মাইকের শব্দ বেশি হয়ে যায় তাই এলাকাবাসীর অনুরোধে আমার স্বামী মুয়াজ্জিনকে বলেন মাইকের শব্দ একটু কমিয়ে বাচ্চাদের মক্তবের জন্য ডাকার জন্য।
গাজীপুর সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত শুরু করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।