শেখ গোলাপ মিয়া গ্রীস প্রতিনিধি : জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা গ্রীস শাখার উদ্যোগে সুধী সমাবেশ গ্রীসের রাজধানী এথেন্সের ওমানিয়া আহাদ ভাই হোটেলে ১-১-২০২৫ অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখার সভাপতি জনাব শেখ গোলাপ মিয়া জাগপা গ্রীস শাখার সহ সভাপতি মোঃ ছানাউল রহমান ছানা মিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেননি জাগপা গ্রীস শাখার সহ সভাপতি মোঃ শানুর মিয়া সহ সভাপতি মোঃ সিজিল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করির মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া প্রচার সম্পাদক আল সোহাগ প্রমুখ প্রধান অতিথি বক্তব্য জবাব শেখ গোলাপ মিয়া বলেন ১৯৭২ সাল থেকে ২০২৪ একের পর এক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার জনগণের হক ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, আজ বাংলার জনগণ দেশ পরিচালনার নতুন নেতৃত্ব চায়, বাংলার জনগণের চাওয়া পাওয়া পূরণ করতে আমাদের ঐক্যবদ্ধর প্রয়োজন ,আমরা যদি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ বাংলার জনগণের চাওয়া পাওয়া পূরণ করে আমরা বাংলার মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো।