নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের শান্তিগন্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর পূর্বের মাঠে গাজীনগর স্পোর্টিং ক্লাব আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ ঘটিকায় এই টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়
উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি করে আরডি বয়েজ (রাধানগর) বনাম দিরাই উপজেলা টিম।
খেলায় ৬ উইকেটের বিনিময়ে জয় পায় দিরাই উপজেলা টিম, ম্যাচ সেরা হয় দিরাই উপজেলা টিমের আরিফ।
টুর্নামেন্টে খেলায় শুভ উদ্ভোধন করেন হারুনুর রশিদ হারুন, সাইদুল ইসলাম, মো: আলী, বাবরু মিয়া, রেজাউল হক রেজা, জাহাঙ্গীর আলম, বিলাল হোসেন, জাকেরিন আহমেদ, হাফিজ মাসুম, মুসা মিয়া, আল ছামায়ের মাহবুব, ইমন, আবু মুসা অভি, , মাঝহারুল ইসলাম, নিজাম উদ্দিন, মাও: সাঈদ আহমেদ, শামীম মিয়া, মিজান আহমদ, মারুফ আহমেদ, রকিবুল, সহ স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ, আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকই।