দিরাই প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাইদুল হোসেন চৌধুরী পক্ষ থেকে দিরাই পৌর এলাকায় দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন কর হয়েছে। শনিবার (২৯মার্চ) বিকাল ৩ ঘটিকায় দিরাই কলেজ রোডস্থ সাত্তার ম্যানশনে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাইদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য শামসুল আলম সুভাষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া,সাবেক সদস্য আবুল খয়ের, দিরাই প্রেসক্লাবের সভাপতি সুয়েব হাসান উপজেলা জিয়া পরিষদের সভাপতি আবদাল চৌধুরী, উপজেলা যুবদল সদস্য মনিরুজ্জামান চৌধুরী, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মানিক মিয়া চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, জাবেদ হোসেন চৌধুরী, বাবলু হোসেন চৌধুরী প্রমুখ।