দিরাই প্রতিনিধিঃ গাজা ও রাফা শহররে গণহত্যা ও ইসরায়েলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ২ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুল হাসান খাঁন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আকবর আলী, আব্দুল্লাহ আল মুত্তালিব, মাস্টার হুসাইন আহমেদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আনসার আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা মুফতি বদরুল ইসলাম, মাওলানা নোমান আহমদ, মাওলানা ফজলুল করিম,মাওলানা আব্দুল্লাহ রাজী, আব্দুল কাইয়ূম, সাংবাদিক মহিবুর রহমান প্রমুখ।