হেলাল আহমেদ,
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতের কবলে পড়ে আবু আইয়ূবুর (২০) নামে ১জন নিহতসহ দুইজনের আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ূবুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এছাড়াও নিহতের বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছে।
নিহত আইয়ূবুরের চাচাতো ভাই সুজন মিয়া জানান, তারা বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিল, এসময় বজ্রপাতের কবলে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে বাজারের পল্লী চিকিৎসকসহ লোকজন আইয়ুবুর মারা গেছে বলে নিশ্চিত করেন।
এখন লাশ বাড়ীতে নিয়ে এসেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার ১জন নিহত ও দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাত থেকে বাচার জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনসহ জনসচেতনতা কার্যক্রম জরুরী হয়ে দাড়িয়েছে।
এনিয়ে দিরাইয়ে গত দুইদিনে বজ্রপাতে মোট ২জন নিহত সহ আহত হয়েছেন ৫জন।