সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সেক্রেটারী ও মেক্সিকোতে নিযুুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গর্বিত পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী একজন সজ্জন সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রবীণ মুরব্বীকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।