দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে হিকমাহ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহরের জালাল সিটি সেন্টারের ২য় তলায় কনস্ট্রাকশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, প্রেসক্লাব সদস্য ইমরান হোসাইন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী,দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সাকিতপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা এখলাছুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা নাজমুল হোসেন, শামীম সরদার উপজেলা ছাত্রজমিয়তের সাংগঠনিক সম্পাদক মোস্তাক সরদারসহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন। মোনাজাত পরিচালনা করেন প্রবীন আলেম মাওলানা হোসাইন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কনস্ট্রাকশনের জিএম ঢাকাস্থ আইকন এর মহাপরিচালক সরদার আবুল কাসেম মাছুম। মাছুম বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ও পরিবেশ বিষয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে দীর্ঘ পনেরো বছর ধরে ঢাকার বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করে যাচ্ছি। আমি দুরে থাকলেও আমার মন পড়ে থাকে প্রিয় জন্মস্থান দিরাইয়ে। কারণ দিরাই থেকেই আমার লেখা পড়ার সুচনা। আমি অর্জিত জ্ঞান দিয়ে হাওর বাসীর সেবা করতে চাই। ব্যবসা নয় সেবাই আমার আসল উদ্দেশ্য। তিনি কনস্ট্রাকশন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।