দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক নিশিকান্ত চৌধুরী চানুকে (৫৫) গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৮ মে ) দিবাগত রাত ৩টায় উপজেলার শ্যামারচর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ফেব্রুয়ারী মাসে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি। গ্রেফতারকৃত নিশিকান্ত চৌধুরী চানু উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত শ্যামাকান্ত চৌধুরীর ছেলে।
জানা যায়, গত ৫ই আগস্টের পূর্বে নিজদের দলের নাম ভাঙিয়ে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের প্রশ্রয়ে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, লুটপাটের সাথে জড়িত ছিলেন এই যুবলীগ নেতা।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, অপারেশন ডেভিল হান্টে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজই কোর্টে প্রেরণ করা হবে।