দিরাই প্রতিনিধি:: উপজেলার বোয়ালিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রোববার দুপুরে তিনি বাজার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রত্যেক কে নগদ ২৫ হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।এসময় তিনি এলাকাবাসীও বাজার কমিটি নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা করেন। শিশির মনির বলেন,জোর জবরদস্তি বা চাপ প্রয়োগ করে মানুষের ভালবাসা আদায় করা যায়না। আমরা মনে করি সব কিছুর শেষে মানুষের ভালবাসা অর্জন করাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দেশ বিদেশে পেশাগত কারনে বিভিন্ন জায়গায় গিয়েছি।জীবনে অনেক কিছুই পেয়েছি। এইবার নিজ এলাকা দিরাই শাল্লার লোকেরা যদি আমাকে ভালবাসেন ইজ্জত করেন এটাই জীবনের শ্রেষ্ঠ চাওয়া পাওয়া।একে অন্যের ভালবাসার মাধ্যমে সুন্দর, দূর্নীতিমুক্ত ও কল্যানকর দিরাই শাল্লা গঠনের লক্ষ নিয়েই আমি এলাকায় এসেছি। তিনি সরকার সহ এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কানু চৌধুরী, দিরাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কামাল হোসেন, সেক্রেটারী মোহাম্মদ আল আমিন,সাবেক প্রধান শিক্ষক সুকেতু রঞ্জন দাস,কাজি আব্দুল আওয়াল, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসাইন, ব্যবসায়ী আব্দুল মন্নান,জামায়াত নেতা আনোয়ার বখত চৌধুরী, ইউকে প্রবাসী আবু সালেহ,সাংবাদিক ওবায়দুল হক, সিলের ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম প্রমূখ। অপরদিকে দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ।