বিশ্বম্ভরপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ইউএনও দুর্নীতিবাজ মফিজের বিরুদ্ধে বিশ্বম্ভরপুরের সচেতন নাগরিকরা শান্তিপূর্ণ মানববন্ধন করলে স্থানীয় কিছু বিএনপি নেতারা মানববন্ধনকারিদের উপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় বেশ কয়েকজন আহত হন। আহত হয়ে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
জানা যায় বিশ্বম্ভরপুরের সাবেক ইউএনও সাদি উর রহিম জাদিদ যোগদানের পর থেকেই পুরো উপজেলায় উন্নয়নের জোয়ারে বয়ে আনা নতুন এক বিশ্বম্ভরপুর, যা তিনি চলে যাওয়ার সময় উপজেলার সাধারণ জনগণ কান্নায় ভেঙে পড়েন।
কিন্তু বর্তমান উপজেলার নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জয়েন করার পর থেকেই দুর্নীতি, লুটপাটের মাধ্যমে নিজের ব্যাংক একাউন্ট করেছেন বড়
এছাড়াও বিশ্বম্ভরপুরে বিভিন্ন পিকনিক স্পট গুলোও ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।
সঠিকভাবে কোন কাজ না করে বিভিন্ন অযৌক্তিক কাজ করে নিজের পকেটে বাগিয়ে নিয়েছেন অগণিত টাকা।
এসব বিষয় সাধারণ জনগণের সামনে আসলে, সাধারণ জনগণ ইউএনও’র বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন করে, উক্ত মানববন্ধনে বিএনপির নামধারী কিছু সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়।
এই হামলার বিষয়টি ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সালিশের ব্যবস্থা করা হয় উক্ত সালিশে হামলাকারিরা সকলের কাছে মাফ চেয়ে নিজেদেরকে হালকা করেন।
মানববন্ধনের আয়োজক শফিকুল ইসলাম (জনি) বলেন, দুর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করার সময় বিএনপির নামধারী কিছু দুষ্কৃতকারীরা আমাদের উপর হামলা চালায়, তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং বড়া মজলিসে হাত জোর করে মাফ চেয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের উপজেলায় যেকোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে মোকাবেলা করব। ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে।