দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২১ মে বুধবার বিকাল ৪ টায় দিরাই স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড এনামুল হক চৌধুরী বলেন যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি সুস্থ রাজনীতির চর্চা করতে হবে। সমাজ কল্যাণমূলক কাজে মনোনিবেশ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের সোনালী ফসল এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল যে আয়োজন করেছেন তা সত্যই প্রশংসার দাবি রাখে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের দ্বিধা দ্বন্দ ভুলে এক হয়ে কাজ করার আহবান জানান। বীর, মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, বিএনপি নেতা বাবুল সরদার, সামছুল ইসলাম সর্দার খেজুর, সোয়েব হাসান, জামাত নেতা ইমরান হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, জেলা তরুণ দলের আহবায়ক আকাশ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।মোট ৩২ টি দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভরারগাও গ্যালাক্সী ফুটবল টিম বনাম কুলঞ্জ ইউনিয়ন ফুটবল টিম মুখোমুখি হয়। খেলায় ৪ – ০ গোলে ভরারগাও গ্যালাক্সী ফুটবল টিম বিজয়ী হয়।