দিরাই প্রতিনিধি ঃ কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে ২য় স্হান অধিকার করে দিরাইয়ের ছেলে সোহম।১লা জুন সকাল ১০ টায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্টিত প্রতিযোগীতায় ২য় স্হান অধিকার করে সিলেট বিভাগ হতে অংশগ্রহণকারী দিরাই উপজেলার শুভ্র কান্তি দাস’র ছেলে সোহম।ছেলের এমন অর্জনে দেশ প্রবাস সকলের কাছে সোহমের বাবা আশির্বাদ ও দোয়া প্রার্থনা করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় ২য় স্হান অর্জনকারী সোহমের জন্য দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী ও শিক্ষকগণ সোহামের এই অর্জনে প্রতিষ্টানের সুনাম ও দিরাইয়ের সুনাম অর্জনে গর্বিতবোধ মনে করেন। ভবিষ্যতে সোহম সুনামের সহিত দেশ ও জাতীর মুখ উজ্জল করবে এটাই প্রত্যাশা করেন ।
সোহামের আবৃত্তি শিক্ষক, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক সুমনা তালুকদার রিম্পী বলেন সোহামের মতো মেধাবী ছাত্রের এই অর্জনে আমি নিজেও গর্বিত। তাহার উত্তরোত্তর সফলতা ও আশির্বাদ করি।