1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪০|
শিরোনামঃ
দিরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা সর্দার রুমি সুনামগঞ্জের ছাতকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিএনপি-জমিয়তের নির্বাচনী মতবিনিময় সভা দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা— নাছির উদ্দিন চৌধুরী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে সৈয়দ তালহা আলমকে সংবর্ধনা প্রদান করা হয় জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন গোয়াইনঘাট লেঙ্গুড়া হেলিপ্যাড মাঠে আরিফুল হক চৌধুরী সমর্থনে গনসংযোগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের পথপ্রদর্শক ও আলোকবর্তিকা- নাছির উদ্দিন চৌধুরী প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন: আরিফুল হক চৌধুরী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে— নাছির উদ্দিন চৌধুরী

মুজিববাদ মানেই দেশের মানুষের টাকা লুট করে পাচারের রাজনীতি – সুনামগঞ্জে নাহিদ ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 465 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

বিচার সংস্কার ও দেশ পূর্নগঠনের লক্ষ্যে সুনামগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার বাদজুম্মা এসসিপি সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সুমনের সভাপতিত্বে ও এনসিপির যুগ্ম আহ্বায়ক দিরাই-শাল্লা আসনে এনসিপির মনোনীত প্রার্থী অনিক রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুনামগঞ্জ মরমী সাধক আউল বাউলের দেশ এখানে জন্ম নিয়েছেন দেওয়ান হাছন রাজা, শাহ আব্দুল করিম সহ অনেক গুণীজন। এ এলাকার মানুষ সংগ্রামী। তারা হাওরের সাথে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহন করে। গত জুলাই গণ-অভ্যুত্থানে তারা তাদের সেই সংগ্রামী জীবনের পরিচয় দিয়েছেন সুনামগঞ্জের তিন বীর সৈনিক সোহাগ মিয়া, আয়াত উল্লাহ ও হৃদয় শহীদ হয়েছেন। তারা প্রমান করেছেন সুনামগঞ্জের মানুষের দেশের প্রয়োজনে সব করতে পারে।

নতুন দিনের নতুন বাংলাদেশের যে অঙ্গীকার, যে রাজনীতির কথা আমরা বলিছি আমরা জানি আপনারা তা শুনছেন। প্রিয় সুনামগঞ্জবাসী আজকে আমরা যারা এখানে দাড়িয়ে আছি এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু ইতিহাস এবং সময় আমাদের আপনাদের সামনে দাড়করিয়ে দিয়েছে। জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা সেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম-খুন থেকে বিরোধীদলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছিল না। নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন কোটাসংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা একদফা দাবির মাধ্যমে গণঅভুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ দিয়েছির। আপনারা আমাদের ওপর আস্থা রেখেছিলেন আপনারা ৫ আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা গণবভন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়দার হচ্ছেন আপনারা সাধারণ জনগণ। প্রিয় বন্ধুগণ আমরা আপনাদের মনে করিয়ে দিতে এসেছি আমাদের আন্দালন শেষ হয়ে যায়নি। আমরা একটি নতুন বাংলাদেশ, নতুনবন্দোবস্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ই আগষ্ট যেভাবে গণভবনে গিয়েছিলাম আমরা যে লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া  পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন বলেন, শেখ হাসিনা একটি ফিটনেস বিহীন রাস্ট্র আমাদের দিয়ে গেছেন আমরা আপনাদের কথা দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মেন জন্য আমার ফিটসেনবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। আপনাদের সন্তানরা এ দেশের জন্য জীবন দিয়েছে আমরনা আমাদের পরবর্তী প্রজন্মের জনর‌্য একটি সুন্দর রাষ্ট্র রেখে যেতে চাই।

তিনি বলেন মুজিববাদ মানেই, ফ্যাসিবাদ, মুজিববাদ হচ্ছে বিভাবজনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে খুন ধর্ষণ আর মানবাদিকার হরনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানেই দেশের মানুষের টাকা লুট করে পাচারের রাজনীতি। লুটেরাদের রাজীনিতি হচ্ছে মুজিববাদের রাজনীতি। মুজিববাদ হচ্ছে ইসলাম বিদ্বেশী এবং সাম্প্রদায়িকতার রাজীনতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে সংখ্যালঘুদের জমি সম্পদ দখলের রাজিনীতি। মুজিববাদ হচ্ছে বাংলাদেশেরে সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের সাখে আপোষ করে দেশকে ভারতের কাছেবর্গা দেওয়ার রাজনীতি।

মুজিববাদ এখনো নানাভাবে নানাচলেবলে কাজ করা চেষ্টা করছে।মানুষ মুজিববাদের বিরুদ্ধে ৫ই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিববাদের রাজনীতি আর বাংরাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুহণ মুজিববাদকে শুধু আইনগতভাবেই মোকাবেলা করলে হবে না। মুজিববাদ একটি আদর্শিক শক্তি। মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সুনামগঞ্জের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ফ্যাস্টি আমলে সুনামগঞ্জ উন্নয়ন বঞ্চিত হয়েছে। আগামীতে সুনামগঞ্জের যে উন্নয়ন হবে তা হবে হাওর এবং পর্যটনকে প্রাধঅন্য দিয়ে।

তিনি সুনামগঞ্জে এনসিপির রাজীনতিতে দেওয়ান হাছন রাজার পরিবারের সদস্য যুক্ত হওয়ায় সুনামগঞ্জবাসীকে অভিনন্দন জানান এবং আগামীতে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন এবং অনিক রায়ের নেতৃত্বে সুনামগঞ্জে এনসিপির দুর্গগড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

এসময় উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24