ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ-কে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে। ভারতীয় একটি মোবাইল নাম্বার থেকে তাকে হুমকি
দেয়া হয়।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ভারতীয় একটি মোবাইল নং (০০১৭০৪৪৮০৪১৭৮),থেকে রাত ১-টা ৩৭ মিনিটে ওসির সরকারী নাম্বারের ওয়াটসআপ এ মেসেজ ও ফোন করে এ ধরনের হুমকি দেওয়া হয় বলে জানাগেছে।
হুমকিতে তাঁকে বলা হয় আওয়ামীলীগ হারাইয়া যায় নাই, আওয়ামীলীগ ১০ বছর পরে হলেও ফিরবে,বিষয়টা মাতায় রাইখেন।দিন ঘুরলে দেশের যেখানেই থাকবেন ধরা হবে। মাইন্ড ইট,সমন্বয়ক-জামাত কেউ বাঁচাতে পারবে না। এসময় অফিসার ইনচার্জ ওই লোককে পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। কিন্তু সে বলেছে সময়মতো সামনে এসে পরিচয় দেয়া হবে । এরপর ওসি নিজেই ফোন কেটে দেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, বিষয়
টি উর্ধতন কর্তৃপক্ষের তিনি জানিয়েছেন।