স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি সেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিন। আজ বৃহস্পতিবার তিনি মোল্লাপাড়া ইউনিয়নের চরমহল্লা উচ্চ বিদ্যালয়, মোল্লাপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং সাদকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (সুনামগঞ্জ সদর) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে চরমহল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও সুলতানা জেরিন। পরে মোল্লাপাড়া ইউনিয়নের শিশুদের মধ্যে শিশুখাদ্য বিতরণ এবং হতদরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ইউএনও’র এই মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত সকলে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।