স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারী ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের একটি সাধারণ সভা আজ শনিবার (০৯.০৮.২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম লস্কর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা বিপুল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল লতিফ, সুইটি পাল, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র বৈষ্ণব, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক এড. আবুল খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনেওয়াজ হোসেন হাবিব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ।