দিরাই প্রতিনিধিঃ দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর উদ্যোগ ২ মাসব্যপী মহিলাদের সেলাই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদে মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ১২ ঘটিকায় দিরাই গালস হাইস্কুল মার্কেটে ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এ সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়। সংগঠনের নির্বাহী সদস্য লন্ডন প্রবাসী ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক (বাংলাদেশ) মাইদুল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রদর, এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী হাসমত আলী সেলিম চৌধুরী, দেলোয়ার হোসেন প্রমুখ।