ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী নিজ এলাকা গোবিন্দগঞ্জে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, ইয়াহইয়া খান মাহবুব, মাওলানা আইন উদ্দিন সুজন, মাওলানা আমির উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ আমির আলী প্রমুখ।
গণসংযোগকালে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন,
> “ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস মনোনীত ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে আমাকে ভোট দিলে একজন দক্ষ ও সচেতন নাগরিকের মতামত সংসদে প্রতিফলিত হবে। বৈষম্যহীন সমাজ গঠনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির কোনো বিকল্প নেই।”