দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি বিশাল জনসভা। দিরাই উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার আগে দিরাই-শাল্লার প্রিয় জনগণের দোয়া নিতে এ সফর করছেন।
দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন,
“নেতা নাছির উদ্দিন চৌধুরী দিরাই-শাল্লার মানুষের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা দিতে আসছেন। তিনি জনসভায় বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচন ও আন্দোলন সংগ্রাম সম্পর্কে দলের কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি ওই দিন দিরাই পরিণত হবে জনসমুদ্রে। নেতার আগমন উপলক্ষে নাছির প্রেমিক নেতাকর্মীরা দলে দলে সভায় যোগ দিয়ে এটিকে সফল করে তুলবেন।”
জনসভার মাধ্যমে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দলকে সুসংগঠিত ও আন্দোলনমুখী করার লক্ষ্যে নতুন করে উদ্দীপ্ত হবেন বলে আশা করা হচ্ছে।